বিদ্যালয় থেকে উপজেলার দূরত্ব ১৭ কি;মি:দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থিত বিদ্যালয় তেকে পাকা রাস্তা বরাবর দক্ষিণ দিক ইউনিয়ন পরিষদ এর রাস্তা দিয়ে পাকা পশ্চিম দিকে১৫ কি:মি: যেতে হবে। উপজেলা পরিষদ পল্লী বিদ্যুৎ মোড় থেকে আবার ২ কি:মি: উত্তরে উপজেলা পরিষদ যেতে হয়।
১৯৪৫ সালে বাবু গিরিশ চন্দ্র অধিকারী ও কনুয়া বর্শন ১৫ শতক জমি দান করে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নবীন চন্দ্র বর্মন, নন্দরাম বর্মন ও সেন্করাম বর্মন মিক্ষার প্রতি অনুরাগী হওয়ায় তারাও জমি দান করেন। শিক্ষা বিস্তার লাভের জন্য। বর্তমানে জমির পরিমাল ১.২৩ শতক।
Image | Name | Mobile |
---|
শিশু ২৪ জন , ১ম শ্রেণী ১০ জন, ২য় শ্রেণী ১৩ জন, ৩য় শ্রেণী ৫ জন ৪র্থ শ্রেণী ৭ জন, ৫ম শ্রেণী ৮ জন মোট = ৬৭ জন
১৫/১/২০২৩ শিক্ষা কমিটির অনুমোদন হয় ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি। বর্তমানে সভাপতি জনাব সুবাস চন্দ্র।
২০১৯- ২০২৩ সালে বিগদ ৫ বছরের সমাপনি পরীক্ষায় ১০০ ভাগ উন্নীত হয় এবয় পাবলিক পরীক্ষায় ২০১৯ ও২০২২ সালে সাধারন গ্রেডে ২ জন বৃত্তি লাভ করে।
৫ বছরের উপরে ও ১০ বছরের উপরে শতভাগ শিক্ষাবৃত্তি পায়
ক্যাচমেন্ট এলাকার মধ্যে ৫ বছরের উপরে ও ১০ বছরের উপরে শতভাগ ভর্তি নিশ্চিত
স্মাট বাংলাদেশ বিনির্মানে মান সম্মত প্রাতমিক শিক্ষার গুনগত মান নিশ্চিতে বদ্ধ পরিকর।
ভ্যান, অটো, বাইসাইকেল
১ম তেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৫ জন মেধাবী শিক্ষার্থী আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS