স্থাপিত ১৯৯১ সাল । জাতীয়করন -২০১৩ ইং। জমির পরিমান ০.৫০ শতক। ভবন ১টি , শ্রেণীকক্ষ ৩টি , টয়লেট ২টি , ওয়াশ ব্লকের কাজ চলমান। খেলার মাঠ আছে। মাঠের চর্তুরপাশে ফলজ ও বনজ বৃক্ষ দ্বারা বেষ্ঠিত।
অত্র মৌজার কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকয় ১৯৯১ সালে মৌজার নামানুসারে মনোরম পরিবেশে বিদ্যালয়টি সাথাপন করা হয়। জমিদাতা ৬ জন। জমরে পরিমান ০.৫০ শতক। ২০১৩ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যবধ্যি াবদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শিশু - ১৯ জন, ১ম শ্রেণী - ১৮ জন, ২য় শ্রেণী - ১৫ জন, ৩য় শ্রেণী - ২২ জন, ৪র্থ শ্রেণী - ২২ জন, ৫ম শ্রেণী - ১৯ জন, সর্বমোট = ১১৫ জন।
সদস্য সংখ্যা - ১১ জন। সভাপতি - মোঃ আইনুল হক ( ইউপি সদস্য)
বিগত ৫ বছরের সমাপনী পরিক্ষার ফলাফল সন্তোষজনক।২০১৯ শিক্ষা বর্ষে পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন। জিপিএ - ১ জন , সাধারন বৃত্তি - ১ জন। ২০২২ সালে বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ৫ জন , পাশ ৫ জন।
শতভাগ শিক্ষার্থী উপবৃত্তি প্রকল্পের আওতাধীন।
ক্যাচমেন্ট এলাকার মধ্যে শতভাগ ভর্তি।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিশুদের প্রাথসিক শিক্ষার গুনগত মান নিশ্চিত করা।
১। রতিকান্ত রায় ২। শিলা আকতার ৩। ইয়াসমিন আকতার ৪। রিংকু চন্দ্র বর্মন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস