বিদ্যালয়টি ১৯০৪ সালে প্রতিষ্ঠিত। অনুমোদিত পদ ০৬ টি ।পিয়ন পদ ০১ টি , ভবন ০২ টি , ওয়ামব্লক নির্মানাধীন, টয়লেট ০৩ টি , ভেলার মাঠ আছে। সীমানা প্রাচীর নেই।
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া মৌজার মধ্যবর্তী স্তানে মনোরম পরিবেশে ১৯০৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সারে জাতীয় করন করা হয়। জমিদাতা সদস্য ০৫ জন স্থাপিত অদ্যাবধি বিদ্যালয়টি সুষ্ঠুবাবে পরিচালিত।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শিশু ০৬ জন, ১ম শ্রেণী = ০৭ জন, ২য় শ্রেণী = ২৪ জন, ৩য় শ্রেণী = ১০ জন, ৪র্থ শ্রেণী = ০৬ জন, ৫ম শ্রেণী = ০৫ জন,
সদস্য সংখ্যা ১১ জন, পুরুষ ০৬ জন, নারী ০৫ জন, সভাপতি েনাম - সুব্রত কুমার বর্মন।
২০১৯ শিক্ষাবর্ষ - শতভাগ পাশ।
২০২২ শিক্ষা বর্ষ - ০১ জন বৃত্তিধারী (সাধারন)
শতভাগ শিক্ষার্থী সরকার কর্তৃক প্রদত্ত উপবৃত্তি প্রাপ্ত।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
যে কোন ধরনের সংকটকালীন সময়ে রিসোর্ট লার্লিং প্লাট ফরমের মাধ্যমে ব্লেডিং পদ্ধতিতে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখে।
ইউনিয়ন পরিষদ হতে পূর্বে বোদা আটোয়ারীপাকা রাস্তা সংলগ্ন ১.৫ কি.মি দূরে অবস্থিত।
১। কৃষ বর্মন ২। লাবন্য রানী ৩। হরেন বর্মন ৪। মোঃ আসাদুজ্জামান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস