বোদা থেকে ৬৭ কি:মি: পশ্চিম পাকা রাস্তা সংলগ্ন।
অত্র এলাকার জ্ঞানী বিদ্যুৎসাহী ব্যক্তিদের উদ্যোগে ১৯২১ সারে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি দ্বিতল ভবন। ৫টি কক্ষ আছে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে ২ বছর মেয়াদী ৩২১৪ টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক চালু করেন তার মধ্যে এই বিদ্যালয়টি অন্যতম।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
প্রা-প্রাথমিক মোট ৩৮ জন ছাত্র ১৬ জন ছাত্রী ২২ জন, ১ম শ্রেণী মোট ২৭ জন ছাত্র ১৪ জন ছাত্রী ১৩ জন, ২য় শ্রেণী মোট ১৫ জন ছাত্র ৬ জন ছাত্রী ৯ জন, ৩য় শ্রেণী মোট ১৫ জন ছাত্র ৯ জন ছাত্রী ৬ জন, ৪র্থ শ্রেণী মোট ২৪ জন ছাত্র ৯ জন ছাত্রী ১৫ জন, ৫ম শ্রেণী মোট ১৩ জন ছাত্র ৩ জন ছাত্রী ১০ জন, সর্বমোট শিক্ষার্থী = ১৩২ জন।
পুরুষ সদস্য - ৭ জন, মহিলা সদস্য - ৪ জন। সভাপতি- আবু সাদাত মোঃ রাসেল সরকার।
২০১৯ সালে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪ জন পাশ করে ৪৪ জন জিপিএ ৫ পেয়েছে ২ জন বৃত্তি ২ জন, ২০২০ সালে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫ জন পাশ করে ৩৫ জন , ২০২১ সালে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪ জন পাশ করে ৩৪ জন, ২০২২ সালে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪ জন পাশ করে ৩৪ জন, ২০২৩ সালে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জন পাশ করে ২২জন ।
১০৬ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান।
বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুর ভর্তি নিশ্চিতকরন। শিক্ষা বর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্য বই বিতরন। শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়ন। সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুরলেভেল ইস্পুভমেন্টপ্লান্য বাস্তবায়ন। নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা। বিদ্যালয় পর্যায়ে সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করা। প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা। প্রয়োজন অনুযায়ী অনলাইন পাটদান বাস্তবায়ন করা। কাবিং কার্যক্রম সম্প্রসারন করা।
যে কোন ধরনের সংকটকালীন সময়ে রিমোট লার্নিং প্লাটফর্মের মাধ্যমে ব্লেন্ডিং পদ্ধতিতে পাঠ দান কার্যক্রম স্বাবাবিক রাখা। Civil Registration & Vital Statistics (CRVS) এর সাথে সম্প্রক্ততা বজায় রেখে সকল শিক্ষার্থীর ঠবিসহ আউডিকার্ড ও ডাটাবেইজ প্রণয়নে সার্বিক সহযোগিতা প্রদান করা। ডিজিটার শিক্ষার্থী হাজিরা ব্যবস্থা প্রণয়নরে জন্য প্রয়োজণীয় উদ্যোগ গ্রহণ। ঝরেপড়া ও স্কুর বহির্ভুত শিশুদের বিদ্যালয়ে আনায়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে জন্য সম্ভাব্য উদ্যোগ গ্রহণ করা। সকল শিশুর মান সম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত বিভিন্ন মূখী পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে আরো বেমি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা। SDG- 4 বাস্তবায়ন করা।
সুমাইয়া অাক্তার ৫ম শ্রেণী, মোছাঃ নুসরাত জাহান ৪র্থ শ্রেণী, মোছাঃ মুমতাহিনা কাউসার লামিয়া ৩য় শ্রেণী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস