কুড়ুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কালের জমিদাতা সদস্য মজির উদ্দীন সরকার ও নাজিমউদ্দীন আহাম্মদ। প্রতিষ্ঠাতা : মরহুম মজির ইদ্দীন সরকার।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
প্রাক প্রাথমিক = ২৪ জন, ১ম শ্রেণী = ২৩ জন, ২য় শ্রেণী = ৩৪ জন, ৩য় শ্রেণী = ২০ জন, ৪র্থ শ্রেণী = ২২ জন, ৫ম শ্রেণী = ২২ জন,
বর্তমানে SME গঠিত হয় : ১৫/০১/২০২৩ খ্রিঃ , বর্তমানে SME সভাপতি ঃ আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ
২০১৯ সালে অংশ গ্রহণ করে ২৯ জন উর্ত্তীণ হয় ২৯ জন, ২০২০ সালে অংশ গ্রহণ করে ২৯৩জন উর্ত্তীণ হয় ২৩ জন, ২০২১ সালে অংশ গ্রহণ করে ৩২ জন উর্ত্তীণ হয় ৩২ জন, ২০২২ সালে অংশ গ্রহণ করে ২১ জন উর্ত্তীণ হয় ২১ জন, ২০২৩ সালে অংশ গ্রহণ করে ২৪ জন উর্ত্তীণ হয় ২৪ জন,
অধ্যায়নরত শতভাগ শিক্ষার্থী উপবৃত্তি পায়।
ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তিকরণ।
মান সম্মত শিক্ষা নিশ্চিত করণ। ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান সমাপ্ত করণ।
মুসবাত জাহান ৫ম শ্রেণী, সাইয়ারা ম্নেহা ৫ম শ্রেণী, আলিফ ইসলাম ৪র্থ শ্রেনী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস