অত্র মহাবিদ্যালয়টি ০৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্সটি চালু আছে। এখন হতে পাসকৃত ছাত্র- ছাত্রীরা উপ- সহকারী কৃসি কর্মকতা ও সহকারী শিক্ষক (র্কষি) পদসহ বিবিন্ন সরকারী ও বেসরকারী চুকুরির জন্য আবেদন করতে পারবে।
আলহাজ্ব সফিউদ্দীন আহাম্মদ কারিগরি মহাবিদ্যালয় (কৃষি কলেজ) টি ২০০২ইং সনে প্রতিষ্ছিত হয়এবং ২০০৩-২০০৪ইং শিক্ষাবর্ষ হতে ১ম পর্বে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
১ম পর্ব = ১০০ জন , ৩য়পর্ব = ৮৬ জন , ৫ম পর্ব = ৭৬ জন , ৭ম পর্ব = ৩৭ জন ।
সব মোট = ২৯৯ জন।
বর্তমানে এডহক কমিটি চলমান।
২০১৯ = ৯৫% , ২০২০ = ৯৩% , ২০২১ = ১০০% , ২০২২ = ১০০% , ২০২৩ = ১‘০০% ,
বর্তমানে ছাত্রীদের ১০০% এবং ছাত্রদের ৭০% উপবৃত্তি ব্যবস্থা চালু আছে।
প্রতিষ্ঠাকাল হতে বর্তমান সময় পর্যন্ত প্রায় ২০০ (দুইশত) জন ছাত্র-ছাত্রী উপসহকারী কুষি কর্মকর্তা ও ৪৫০ জন ছাত্র-ছাত্রী সহকারী শিক্ষক (কৃষি) পদে কর্মরত আছে। এছাড়াও প্রায় ৬০০ জন বিভিন্ন এনজিও ও কোম্পানিতে কর্মরত রয়েছে।
কৃষি পিপ্লোমাসহ অন্যান্য কিছু কোর্স চালু করা। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীন বিএজিএড কোর্স চালু করা।
বোদা হতে ০৪ চার কিলোমিটার পশ্চিমে ৫নং বলরামপুর ইউপি সংলগ্ন।
১ম পর্ব = ২৯ জন , ৩য়পর্ব = ৪০ জন , ৫ম পর্ব = ৩৫ জন , ৭ম পর্ব = ২৫ জন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস